লক্ষ্মীপুরে বসতঘর নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবি ও হামলা, আহত ৪
লক্ষ্মীপুর সদর উপজেলার ১৯ নম্বর তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ধর্মপুর দেওয়ানজী বাড়িতে জায়গা-জমি বিরোধকে কেন্দ্র করে বসতঘর ভাঙচুর ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট (মঙ্গলবার) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, কবির, হাসান আহাম্মদ, হোসেন আহাম্মদ, টিপু ও শিপন বিভিন্ন সময় ভুক্তভোগীদের মারধর ও হুমকি দিয়ে আসছে।
ভুক্তভোগী হারুন জানান, “আমরা দীর্ঘদিন ধরে দেওয়ানজী বাড়িতে নিজেদের বসতঘর ভোগদখল করে আসছি। নানা সময় কবিররা আমাদের উপর হামলা, মামলা ও নির্যাতন চালিয়ে আসছে। শালিশি সমাধান ও মামলায় আমাদের পক্ষে রায় এলেও তারা হত্যা মামলার হুমকি দিচ্ছে। সম্প্রতি তারা দাবি করেছে, ৫ লাখ টাকা দিলে আমরা ঘর নির্মাণ করতে পারব, না হলে বাধা দেওয়া হবে।”
তিনি আরও অভিযোগ করেন, “তেইওয়ারীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিটু দেওয়ানও আমাদের নানা ভাবে হুমকি দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের আমলে অনেক নির্যাতন করেছে টিটু। বর্তমানে আমাদের বসতঘর ভেঙে গেছে। পরিবার নিয়ে আমরা ঝুঁকির মধ্যে আছি। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। ঘর নির্মাণের জন্য আনা রড-সিমেন্ট নষ্ট হয়ে যাচ্ছে। আমরা দ্রুত এর সুষ্ঠু সমাধান চাই।”
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।